রংপুর থেকে সোহেল রশিদ।- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ সমিতি মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৪ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ সমিতি রংপুরের সহ সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ। বক্তব্য রাখেন রংপুরের বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী সংগঠনের সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম লাবলু, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মীর জাহাঙ্গীর আলী সোহেল, মোঃ শাহিন আলম, মোঃ আকবর হোসেন, মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম, এনামুল হক, সাজ্জাদুল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ।
বক্তারা ঔষধ ব্যবসায়ীর সারাদেশে এদেশের মানুষকে মানবতার সেবা দিয়ে থাকেন। তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিনিয়তই পেশাদারিত্ব পালন করেন। নেই কোন পূজা বা ঈদের ছুটি। এই মহান পেশায় প্রতিনিয়তই হয়রানীর স্বীকার হচ্ছে ব্যবসায়ীরা। রংপুরে ৬ হাজার ড্রাগ লাইসেন্স ঔষধের দোকান নিবন্ধিত থাকলেও এই শহরে প্রায় ১১/১২ হাজার লাইসেন্স বিহিন ঔষধের দোকান। এদের বিরুদ্ধে ঔষধ প্রশাসনের জরুরী পদক্ষেপ, মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রকৃত ব্যবসায়ীরা বিক্রয় করেন না। যারা করেন তাদের বিরুদ্ধে ঔষধ প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এছাড়াও ঔষধ ব্যবসায়ীদের ৪দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান। মানববন্ধন কর্মসূচিতে রংপুর বিভাগীয় নগরীর ঔষধ ব্যবসায়ীরা অংশগ্রহন করে।।
Leave a Reply