বজ্রকথা প্রতিবেদক ।- ১৭ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১০ টায় রংপুরের এন আর সি ট্রেনিং সেন্টারে আরটিআই একটিভিস্টদের সাথে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সুজন- সুশাসনের জন্য নাগরিক রংপুর এর ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজন-রংপুর এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। উপস্থিত ছিলেন সুজন মহানগর এর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, সুজন এর সমন্বয়কারী রাজেস দে, এসপিও.টিএইচপি সোহেল রানা। তথ্য অধিকার বিষয়ের উপর এদিন ব্যাপক আলোচনা করা হয়। তথ্য অধিকার, তথ্য প্রাপ্তির কৌশল ও বিধিমালা সম্পর্কে আলোচনা করেন আরটিআই একটিভিস্ট মাহমুদ হাসান রাসেল। সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা থেকে মাহফুজার রহমান ও সাইদুল হক সাথী, গঙ্গচড়া উপজেলা থেকে আব্দুল বারী স্বপন ও খাদেমুল ইসলাম ইমন, পীরগঞ্জ উপজেলা থেকে সুলতান আহমেদ সোনা, মহানগর থেকে রাজিয়া আঁখি, সামসি আরা জামান, ইফসানা তাসমিন, জান্নাত মোহনা, তারিক উল ইসলাম তানিন, নাঈম ফেরদৌস, লাবণী ইয়াসমিন, গোলাম সাজ্জাদ হায়দার।
Leave a Reply