রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

রংপুরে মাসব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যার পর শিশু রাসেলকেও নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। রাসেল ছিলো পরিবারের মধ্যমনি বাবা মা ভাই বোনদের আদরের ধন। জিয়াউর রহমান এসব হত্যাকান্ডের নেপথ্যের গড ফাদার।

বুধবার দুপুরে রংপুর টাউন হলে ব্ঙ্গবন্ধুর সব কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্ম দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত রংপুরে মাসব্যাপী ব্যাপি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী আরোও বলেন জিয়াউর রহমান দেশে গুম হত্যার রাজনীতি শুরু করেন ১৯৭৫ সালের পর দেশে জয়বাংলা শ্লোগান নিষিদ্ধ করা জয়েছিলো। এই জয়বাংলা বলতে গিয়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহবুবকে গুম করা হয়েছিলো জিয়াউর রহমানের নির্দ্দেশে।

বিশেষ অতিথির বক্তৃতায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও একুশে টিভির পরিচালক কেএম শহিদুল্লা বলেন জাতি জাতির জনক বঙ্গবন্ধুর আদরের ধন সর্বকনিষ্ঠ সন্তান রাসেলকে অতক্যান্ত ভালো বাসতেন। খুনিরা ভেবেছিলো রাসেলকে বাঁচিয়ে রাখলে তাদের পরিনতি বয়াবহ হতে পারে সে জন্য তাকে নিষ্ঠুর ভাবে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। শেখ রাসেলের স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য সারাদেশের মতো রংপুর বিভাগে তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগীূতা আয়োজন করা হয়েছিলো। রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিপুল সংখ্যক শিশু কিশোর কিশোরী অংশ নিয়েছে।

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার রুহুল আমিন, সিরাজুল ইসলাম মোল্লা, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর বিভাগীয় শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সুইট, সদস্য সচিব সংগীত শিল্প অন্তর রহমান প্রমুখ। এসময় সংগঠনের কেন্দ্রীয়, রংপুর বিভাগ, জেলা ও মহানগরীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com