নিজস্ব প্রতিবেদক।- রংপুরে স্ব-পরিবারে প্রথম ডোজের করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, করোনা যোদ্ধা নাছিমা জামান ববি।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে এ ভ্যাকসিন নেন উপজেলা চেয়ারম্যান ববি,তার স্বামী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সহ পরিবারের ৫জন । পরিবারের আরও দু’জন সদস্য আগামীকাল ভ্যাকসিন গ্রহন করবেন বলে জানান ববি। এসময় সদর উপজেলা চেয়ারম্যান ববি বলেন,সকালে ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত আমি এবং আমার পরিবারের সকলে সুস্থ আছেন।ভ্যাকসিন গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আতঙ্কিত না হয়ে সকলেরই ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন। সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয় এজন্য প্রথম ডোজে ভ্যাকসিন নিলাম’।
Leave a Reply