শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো মৃত্যু ৩২৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার পঠিত

হারুন উর রশিদ ।- রংপুর বিভাগ জুড়ে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগের আট জেলায় ৩৭৬ জনের টেষ্ট করে নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১ জনের।এ নিয়ে বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫শ’ ৩৭ জনের টেষ্ট করে মোট ১৭ হাজার ৯৫ জন আক্রান্ত পাওয়া গেছে। এ ছাড়া ৩শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৯শ’ ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রংপুরে ১৬ জন, পঞ্চগড়ে ১ জন,নীলফামারীতে ১ জন, লালমনিরহাটে ৩ জন, কুড়িগ্রামে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, দিনাজপুরে ১৭ জন ও গাইবান্ধা জেলায় ৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও কুড়িগ্রামের একজন মারা গেছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, এ পর্যন্ত দিনাজপুর জেলায় ৫ হাজার ১শ’ ২৬ জন আক্রান্ত ও ১শ’ ১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৩শ” ৭৩ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬শ’ ৯ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৬৪ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com