রোববার সকাল থেকে রংপুর টাউন হল মাঠে খেলাফত মজলিসের নেতাকর্মীরা জড়ো হন। এরপর শতাধিক মটর সাইকেল বহর নিয়ে শোডাউন বের করেন দলটির সংসদ সদস্য প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল রাজু। এসময় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, রংপুর একটি অবহেলিত ও বঞ্চিত এলাকা। আমি যদি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে আমি রংপুরের সার্বিক উন্নয়ন করবো। কৃষি ভিত্তিক উন্নয়নসহ শিল্পকলখানা গড়ে তুলবো। কৃষক-শ্রমজীবিসহ সর্বস্থরের মানুষের উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ নিবেন বলে তিনি বলেন। তিনি আগামী নির্বাচনে রংপুর-৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকে রংপুরবাসীর নিকট ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস রংপুর জোনের পরিচালক মাস্টার সিরাজুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সহিদার রহমান রাজা, সহ-সভাপতি মেছের উদ্দিন সরকার, বাইতুল মাল সম্পাদক মাও: হাবিব,জেলার সভাপতি ক্বারী আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আহমেদ আলী মোল্লা, মহানগর কমিটির প্রচার সম্পাদক ও তাজহাট থানার সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফাহিম, সহ- সম্পাদক কামাল হোসেন, কোতয়ালী থানার সভাপতি মহসিন রেজা, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি ফজলুল হক, ছাত্র মজলিসের সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন প্রমুখ। এছাড়াও খেলাফত মজলিস ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মোটর সাইকেল শোডাউনটি নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড়, মর্ডাণ মোড়, দমদমা, দর্শনা, তামপাট, টার্মিনাল, মেডিকেল মোড়, পাগলাপীর, লাহেড়ীরহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা শেষে স্বারকলিপি প্রদান করে। এসময় ছাদখোলা গাড়িতে চড়ে রংপুরবাসীকে হাতনেড়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply