রঙিন পাখির বন্ধুত্ব (গল্প)
লেখক-শাহেদ শফিক
এক রাজ্যে ছিল ছোট্ট একটি বন, সেই বনে নানা রঙের ফুল, ঝর্ণার কলকল শব্দ আর গাছের ডালে ডালে বসে থাকা চঞ্চল পাখিদের কিচিরমিচিরে সবসময় ভরে থাকত।
সেই বনে থাকত একটি ছোট্ট ধূসর পাখি – নাম তার টুনি। টুনি অন্য সব রঙিন পাখিদের মতো উজ্জ্বল ছিল না। তার মনে হতো, “আহ! আমারও যদি লাল, নীল বা সবুজ রঙের পালক থাকত, তাহলে আমিও সবার মতো সুন্দর লাগত।”
একদিন সকালে টুনি দেখল, রঙিন পাখিরা ঝর্ণার ধারে উড়ছে, নাচছে, গান করছে। টুনি চুপচাপ দূরে দাঁড়িয়ে তাদের দেখছিল। তখনই একটি নীল রঙের পাখি উড়ে এসে বলল,
— “টুনি, তুমি কেন একা বসে আছো?”
টুনি দম নিতে নিতে বলল,
— “আমি তো তোমাদের মতো রঙিন নই। তাই তোমরা আমাকে হয়তো বন্ধু মনে করবে না।”
নীল পাখিটি মিষ্টি হেসে বলল,
— “বন্ধুত্ব কি শুধু রঙে হয়? তুমি উড়তে পারো, গান গাইতে পারো, আর তোমার হৃদয়ও তো একেবারে স্বচ্ছ আকাশের মতো। সেটাই আসল সৌন্দর্য!”
তারপর সব রঙিন পাখিরা একসাথে টুনিকে ডেকে নিয়ে গেল। তারা সবাই মিলে গান গাইল, নাচল। টুনি তখন বুঝল, আসল সৌন্দর্য বাইরে নয়, ভেতরে লুকিয়ে থাকে।
সেই দিন থেকে টুনি আর একা থাকেনি। সে বনভূমির সবার প্রিয় বন্ধু হয়ে উঠল।
টুনি বুঝতে পারে- রঙ, রূপ বা বাহিরের চেহারা দিয়ে কারও মূল্য নির্ধারণ করা যায় না। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ভালোবাসা, আন্তরিকতা আর বন্ধুত্বে।
Leave a Reply