রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

রমেকে কেনাকাটায় অনিয়ম: সাবেক অধ্যক্ষসহ ২ জনের বিরুদ্ধে দুদুকের মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৬৬ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর মেডিকেল কলেজ (রমেক) ডেন্টাল বিভাগের জন্য চেয়ার ও সরঞ্জামাদি কেনাকাটায় প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ ডা. আব্দুর রউফসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের রংপুর সমন্বিত জেলা কর্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বাদী হয়ে এ মামলা করেন। মামলার অপর আসামি হলেন থ্রি আই মার্চেন্ডাইজারের মালিক মোকছেদুল ইসলাম। মামলার সত্যতা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজে ২০১২-২০১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনার প্রক্রিয়ায় কোনো ব্যাংক গ্যারান্টি (পারফরমেন্স সিকিউরিটি) নেওয়া হয়নি। এছাড়া এসব চেয়ার কেনায় বাজার দর যাচাই ছাড়াই দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনে ২০০৮ এর ক্রয়বিধি লঙ্ঘন করে দুই কোটি ৮২ লাখ টাকার সরঞ্জাম কেনা হয়।
দুদক সূত্র জানায়, ডা. মো. আব্দুর রউফ মেডিকেল কলেজটির অধ্যক্ষ থাকাকালীন এসব চেয়ার কেনা হয় বলে অনুসন্ধানে জানা যায়। তখন ডেন্টাল বিভাগের জন্য কেনা পাঁচটি চেয়ার ও সরঞ্জামাদির দাম বেশি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও অধ্যক্ষ যোগসাজশে এক কোটি ৭৪ লাখ ৯৬ হজার ৫০০ টাকা আত্মসাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com