রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

রামনগরে মানিক স্মৃতি ফুটবল লীগের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

ক্রিড়া প্রতিবেদক।- দিনাজপুর শহরের রামনগর উন্নয়ন ক্লাবের আয়োজনে ফেরদৌস জাহাঙ্গীর মানিক স্মৃতি ফুটবল লীগের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে টাইব্রেকারে এমআরএম ইস্টারস কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আয়ান ফার্মেসী।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দিনাজপুর শহরের রামনগর উন্নয়ন ক্লাব মাঠে ফেরদৌস জাহাঙ্গীর (মানিক) স্মৃতি ফুটবল লীগের চূড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।

রামনগর উন্নয়ন ক্লাবের সভাপতি অ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জুলফিকার আলী স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামানুর রশিদ।

এছাড়াও রামনগর উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com