রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

লেবাননে ইসরাইলের হামলায় মৃত্যুর সংখ্যা ৭০০শর উপরে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত
    বজ্রকথা ডেক্স।- ইসরাইলকে কোন ভাবেই থামানো যাচ্ছে না। ২৬  সেপ্টেম্বর/২৪খ্রি:  বৃহস্পতিবার রাতেও ইসরায়েলের যুদ্ধবিমান লেবাননে হামলা চালিয়েছে। সোমবার থেকে মৃত্যুর সংখ্যা ৭০০শর উপরে।গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা বেড়েছে।এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, বিমান হামলায় তাদের বিমান বাহিনীর প্রধান মোহাম্মদ সুরুর মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৯২ জন।

এদিকে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি লেবাননে পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ‘বিজয় না হওয়া পর্যন্ত’ হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেল আবিব।লেবাননে ইসরায়েলের হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বেশ কয়েকটি আরবদেশ গত বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানায়।তবে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে।

তেল আবিব নতুন করে ৮.৭ বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ সুরক্ষিত করেছে। ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।অন্যদিকে লেবাননের পাশাপাশি গাজায়ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। জাবালিয়ায় একটি স্কুলে হামলা চালায় তারা।
লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে।
সূত্র : আলজাজরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com