বজ্রকথা প্রতিনিধি।– আষাঢ়ের আকাশে ঘুরে ফিরে বেড়িয়েছে বাউল মেঘ, একফোটা বৃষ্টিও ঝরেনি তবে দীর্ঘ প্রতিক্ষার পর নিরাশ করেনি শ্রাবণ।পক্ষের একটানা বর্ষণে বিল ঝিল হয়ে গেছে ছয়লাব।
আষাঢ় মাসে বৃষ্টি না হওয়ায় এ বছর অনেক কৃষক স্যালো মেশিনের পানি দিয়ে আমন চারা লাগিয়েছেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা বর্ষণে ডুবে গেছে নিচু জমির ধানক্ষেত। অবশ্য এখনো পীরগঞ্জ উপজেলার পঞ্চশভাগ জমিতে আমন ধানের চারা লাগাতে পারেনি কৃষক। কারণ শ্রাবনের লাগাতার ভারী বৃষ্টি।
তবে দু’একদিন বৃষ্টি না হলেই কৃষক শতভাগ জমিতে চারা লাগাতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply