দারুলহুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলের ফলাফল প্রকাশ
বজ্রকথা প্রতিনিধি।- সম্প্রতি পীরগঞ্জে দারুলহুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ শিক্ষা কর্মকর্তা) আলহাজ্ব আব্দুল কুদ্দুস সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জওয়াহের আলী , বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা।
বক্তব্য রাখেন জমিদাতা আলহাজ্ব নজির হোসেন, ডাঃ পলাশ, বঙ্গবন্ধু স্কুলের শিক্ষক আজিজার রহমান,পঞ্চগড় হলি কোরআন ইনষ্টিটিউট এর মোহতামিম এজাজ আহমেদ, অভিভাবক হাফেজ মশিউর রহমান প্রমুখ। এদিন ফলাফল ঘোষনার আগে শিক্ষার্থীরা কোরান তেলাওয়াত করে শোনান, হামদ ও নাতে রাসুল পরিবেশন করে। শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য দারুলহুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলটি লেখাপড়ার দিক থেকে এখানকার আলোচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে।
Leave a Reply