রংপুরে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি হলেন খোকন
হারুন উর রশিদ।- রংপুর মহানগরীর ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম খোকন। তিনি এর আগে ওয়ার্ড কমিটির সহ-সভাপতি পদে ছিলেন। সম্প্রতি নগরীর বেতপট্রি দেওয়ানবাড়ি রোডস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ভারপ্রাপ্ত সভাপতি পদের নাম ঘোষণা করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মহিলালীগ সহ-সভাপতি এ্যাড.ছাফিয়া খানম,মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাওসার রশীদ খান শরীফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, মহানগর মহিলালীগের সহ-সভাপতি ফাতিমা ইয়াসমিন ইরা প্রমুখ। এছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খোকনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তিনি নগরীর ম্যানষ্টাইল টেইলার্স এন্ড গার্মেন্টসের স্বত্তাধিকারী ও রংপুর মহানগর দোকান মালিক সমিতি সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক-ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
Leave a Reply