কদম গাছের নিচে
আব্দুস সাত্তার সুমন
বর্ষা বইছে চারিপাশে
কদম ফুলের মেলা,
খোকা খুকু নাচে গায়
কাটিয়ে দেয় বেলা।
আষাঢ় মাসে চড়ুইভাতী
কদম গাছের তলে,
দলবেঁধে সব আড্ডা জমে
নানান খেলার ছলে।
বাড়ির পাশে কদম গাছে
সবুজ পাতায় দুলে,
ঘ্রাণ ছড়ালো চারিদিকে
দরজা জানলা খুলে।
গোল কদমে ফুলে বাহার
কদম গাছের নিচে,
হলদে ফুলের নরম ছোঁয়ায়
ছুটছে তাহার পিছে ।
Leave a Reply