শান্তি চাই
এম.আর.এ. আকিব
শান্তি, শান্তি, শান্তি চাই,
পৃথিবীতে শান্তি নাই।
কোথায় গেলে শান্তি পাই?
শান্তি, শান্তি, শান্তি চাই।
অশান্তিতে রাত কাটে,
কষ্টে আমার বুক ফাটে।
কোথায় বলো শান্তি পাই,
শান্তি, শান্তি, শান্তি চাই।
বেঁচে আছি যেভাবে,
যায় না বাঁচা এভাবে।
শান্তি ছাড়া উপায় নাই,
শান্তি, শান্তি, শান্তি চাই।
মরণে কি শান্তি হয়?
জীবনের কি পরাজয়?
পরাজয়ে কীসের ভয়?
অশান্তি তো তবু নয়।
তাইতো বলি আমি ভাই,
শান্তি, শান্তু, শান্তি চাই,
কোথায় গেলে শান্তি পাই?
Leave a Reply