ফজিবর রহমান বাবু ॥- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মুজিব শতবর্ষের উপহার” অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে।
৩ অক্টোবর ২০২০ শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬৬ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মুজিব শতবর্ষের উপহার” অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী ফলক উন্মোচন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে কখনো শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়নি বরং মানুষের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘মানবিক সহায়তা অব্যাহত রাখার মাধ্যমে বিগত সকল দুর্যোগে গরীব ও অসহায় মানুষের পাশে রয়েছে সরকার।’
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply