পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে এক শিক্ষিকার বাবাকে হাত-পা বেঁধে রেখে রাস্তা ফেলে তার নির্মানাধীন আধাপাকা দোকান ঘর প্রতিপক্ষ আব্দুর রশিদগং কর্তৃক রাতের আধারে ভাংচুর করার ঘটনায় এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পীরগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ভাংচুরকারীরা সটকে পড়ে। গত বুধবার গভীর রাতে ঘোলা বোর্ডের ঘর নামক স্থানে ওই ঘটনা ঘটে। শিক্ষিকার পরিবারিক সুত্রে জানাগেছে, ছফের উদ্দিনের এক ছেলে ছাবাতুল্যা ও ২ মেয়ে বছিরন ও রুপজানের কাছ থেকে তাদের প্রাপ্ত অংশ দলিল করে নেন বর্ণিত ঘোলা গ্রামের মোজাম্মেল হোসেন। তিনি ছফের উদ্দিনের সিএস ও এসএ রেকর্ড মুলে ঘোলা গ্রামে ৯১ নং খতিয়ানে ২৩১, ২২৫ ও ২২৮ পৃথক এই ৩ দাগে ৭০ শতাংশ জমির মালিক। ছফের ও তার স্ত্রী বিবিজান নেছা মারা গেলে ওয়ারিশ সুত্রে তাঁর ৩ ছেলে প্রত্যেকে সাড়ে ১৭ শতাংশ এবং ২ মেয়ে প্রত্যেকে পোনে ৯ শতাংশ করে জমির মালিকানা প্রাপ্ত হয়। ওই খতিয়ানের ২৩১ দাগে ৪০ শতাংশ জমির মধ্য থেকে ছফের উদ্দিনের ২ ছেলে ছলিম উদ্দিন ও তোফাজ্জল হোসেন বিগত ১৯৬০ সালের ২৯ শে জুন ৩৩ শতাংশ জমি রামনাথপুর ইউনিয়ন কাউন্সিলের নামে রেজি: মুলে লিখে দেন। যার দলিল নং ৭৪১৫ । বর্নিত খতিয়ানে ওই ২ ভাইএর জমি থাকে মাত্র ২ শতাংশ । উক্ত খতিয়ানে ১ শতাংশ জমির মালিক হওয়া সত্বেও দুর্ভিসন্ধিমুলক ২০০৬ সালের ৬ আগষ্ট ৫০৯৭ নং দলিল মুলে ছফের উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন তার মেয়ে সাজেদা বেগমের নামে বর্নিত ৯১ খতিয়ানের ২৩১ ও ২২৮ দাগে ২০ শতাংশ জমি রেজি:করে দেন । জমির ভেজাল বুঝতে পেরে সাজেদা বেগম উক্ত জমি থেকে ২২৮ দাগে পোনে ১০ শতাংশ জমি বিক্রি করেন এলাকার হিরা, শিউলী ও আব্দুর রশিদের নিকট ৩০-০৯-২০১৮ ইং তারিখে ৮৩৫২ /১৮ নং দলিল মুলে বিক্রি দেন। কিন্তু ওই জমির উপর কোর্টে মামলা মোকদ্দমাসহ বড় মহাজিদপুর গ্রামের আব্দুল বারি ফকিরের ছেলে আব্দুর রশিদ মালিকানা দাবী করে ঘটনার দিন বুধবার গভীর রাতে স্থানীয় ভাড়াটে বাহিনী হিরু, মামুন, রাজ্জাক, রাশেদ, তানজিল, আমিনুল ইসলামসহ ৩০/৪০জন লোক লাঠি সোডা হাতে শিক্ষিকা মাহমুদা বেগমের আধাপাকা দোকান ঘর ভেঙ্গে দেয়। এ সময় শিক্ষিকার বাবা মোজাম্মেল হককে আব্দুর রশিদগংরা ঘর থেকে বের করে হাত-পা বেঁধে ফেলে রাখে। টহল পুলিশের পীরগঞ্জ থানার এস.আই জামিল মিয়া জানান, মাহমুদার বাবা মোজাম্মেল হককে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রাখা অবস্থায় উদ্ধার করি। এর আগে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ভাংচুরকারীরা দ্রæত সটকে পড়ে। এদিকে গত শনিবার মাহমুদা বেগম পীরগঞ্জ থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করলে গতকাল রবিবার তদন্তকারী কর্মকর্তা এস.আই ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply