শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা 

কটিয়াদীতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় এখন আর দেখা যায় না কাঁধে লাঙ্গল জোয়াল, হাতে জোড়া গরুর দড়ি। এক সময় কৃষকেরা গরুর এই হাল দিয়ে জমির চাষাবাদ করতেন। ভোর হলেই বেরিয়ে পড়তেন গ্রামের কৃষক লাঙ্গল জোয়াল, হাল গরু নিয়ে জমি চাষের জন্য। কৃষি কাজে ব্যবহৃত হত এসব সল্প মূল্যের কৃষি উপকরণ এবং গরুর হাল দিয়ে চাষ করতেন তারা যুগের পর যুগ ধরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসতেন। এতে এক দিকে যেমন, পরিবেশ রক্ষা হয় অন্যদিকে, কৃষকের অর্থ ব্যয় কম হয়। এটি খুব বেশিদিনের কথা নয় প্রায় দুই যুগ আগে এসব গরুর হালে গরুর লাঙ্গল-জোয়াল আর মই গ্রামগঞ্জের জমিতে হরহামেশাই দেখা যেতো। হাল চাষিদের অনেকই নিজের জমিতে হাল চাষ করার পাশাপাশি অন্যের জমিতে চাষিয়ে পারিশ্রমিক হিসেবে কিছু অর্থ উপার্জন করতেন। তারা হাজারো কর্মব্যস্ততার মাঝে কখনো কখনো মনের সুখে কিশোরগঞ্জের অঞ্চলের ভাওয়াইয়া গান গেয়ে জমি চাষ করতো। এছাড়া বর্ষাকালে কারো জমির চাষাবাদ পিছিয়ে গেলে হাল চাষিরা নিজে থেকে হাল গরু নিয়ে এসে পিছিয়ে পড়া চাষিদের জমি চাষ দিতেন। কাজের সঙ্গে যোগ দিতেন ধান লাগানোর লোকজন। কিন্তু আজকালের আবর্তে এসব গরুর হাল হারিয়ে যেতে বসেছে। হাল-কিষাণ এখন বিলুপ্তির পথে। এই যুগে মানুষের অসীম চাহিদা আর অভাবময় জীবনে উন্নয়নের ছোঁয়া দিতে আর্বিভূত হয়েছে দামি দামি যান্ত্রিক হাল। সঙ্গে এসেছে ফসলের বীজ, বপন-রোপণ এবং ফসল কাটামাড়াই করার যন্ত্র। ফলে বিত্তবান কৃষকেরা ঐ যন্ত্র কিনে মুজুরের ভূমিকায় কাজ করলেও গ্রামের অধিকাংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দিনমুজুরের জীবন থেকে ঐসব ঐতিহ্যময় স্মরণীয় দিন চিরতরে বিলিন হয়ে যাচ্ছে। কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কৃষক শামল চন্দ্র রায়,নুরুল ইসলাম বলেন, বর্তমানে মানুষ যেকোন কাজ অল্প সময়ের মধ্যে সহজ এবং কম খরচে তা পছন্দ করে। তাই আধুনিক যান্ত্রিক হাল দিয়ে অল্প সময়ে, অল্প খরচে অধিক জমি চাষ করা সম্ভব হচ্ছে। ফলে আধুনিক যান্ত্রিক হালে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় গরুর হাল হারিয়ে যাচ্ছে। কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষি ক্ষেত্রে অনেক সাফল্য নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com