জেলা প্রতিনিধি।-গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভায় পানিতে পড়ে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার পৌরসভার ১নং ওয়ার্ডের বামনজল মহল্লার দয়াল হরিজনের ছেলে শ্রবণ হরিজন(১১)প্রতিবেশি জাহাঙ্গীর আলমের পুকুর পাড়ে ব্যাঙ ধরতে যায়।এরই এক পর্যায়ে সে পানিতে পড়ে ডুবে যায়।অনেক খোঁজাখুজির পর সহপাটির দেয়া তথ্য মোতাবেক পরিবারের সদস্যরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। তাকে সমাহিত করা হয় ।
Leave a Reply