শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
 ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা  পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার- ২

পার্বতীপুরের প্রতিভময়ী শিশু সংগীত শিল্পী আনহা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৯৬ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর।- দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর উপজেলা শহরে যে ক‘জন প্রতিভময়ী শিশু সংগীত শিল্পী রয়েছে আভিনা মুনজারিন আনহা তাদের মধ্যে অন্যতম। পার্বতীপুর বি.এড কলেজিয়েট কিন্ডার গার্টেনের ৪র্থ শ্রেণির ছাত্রী প্রতিভাময়ী আনহার বাবা-মায়ের অনুপ্রেরণায় সংগীতে হাতে খরি। গত ২/৩ বছর ধরে নিয়মিত সংগীত চর্চা করে আসছে। বর্তমানে সংগীত গুরু বিজয় বাবুর কাছে সে গাস শিখছে। ইতোমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সংগীত পরিবেশনের মাধ্যমে সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। শিশু সংগীত শিল্পী হিসেবে অতিসহজেই পরিচিত হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে। মূলত রবীন্দ্র সংগীত চর্চা করলেও সে সব ধরনের গানই গেয়ে থাকে। তার গান শুনে ভুয়সি প্রশংসা করে থাকে দর্শকবৃন্দ। তার এই গতি অব্যহত থাকলে আগামীতে সংগীত অঙ্গণে সে বড় ধরনের অবদান রাখবে বলে অনেকে মনে করেন। পিতা জননেতা মোঃ আমজাদ হোসেন ও মা নিগার সুলতানা মুুক্তির উৎসাহ উদ্দিপনায় সংগীত অঙ্গণের সাথে সরাসরী জড়িত হয়ে হাঁটি-হাঁটি পা-পা করে এগিয়ে যাচ্ছে এই ছোট্ট আনহা। বাবা-মায়ের অতি আদরের এই সন্তান একদিন দেশের সংগীত অঙ্গণের একজন বড় শিল্পী হবে এ প্রত্যাশা তাদের রয়েছে। বাবা পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহরের স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জননেতা মোঃ আমজাদ হোসেন সর্বক্ষণিক জন সেবামূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখলেও তার এই প্রতিভাবময়ী কন্যার খোঁজ-খবর রাখতে কখনো পিছ পা হননা। মা নিগার সুলতানা মুক্তি সর্বক্ষণিক তার এই প্রতিভাময়ী কন্যার তত্ত্বাবধায়ন করে থাকেন। আনহা শুধু যে একজন প্রতিভাময়ী সংগীত শিল্পী তাই নয়, জননেতা পিতার একজন যোগ্য অনুসারীও বটে। তাকে তার বাবার সাথে সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে দেখা যায়। এত সহজেই অনুমিয় সে তার পিতার একজন যোগ্য উত্তরসুরী। ছোট্ট আনহার জন্য শুভ কামনা রইল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com