বজ্রকথা ডেক্স।- ২৬ মে /২১খ্রি: বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তিনি আরও বলেছেন, করোনাকালে প্রমাণিত হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক।তাই তিনি বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখার কথা বলেছেন। জি এম কাদের দাবী তার বিবৃতিতে দাবী করেছেন,উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে স্বাস্থ্যবিষয়ক সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে। তিনি বলেছেন, কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না যদি দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হয়।
Leave a Reply