রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

একনজরে বিশ্ব ব্যাপি করোনা পরিস্থিতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৭০ বার পঠিত

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখ ৩১ হাজার ২৪১ জন এবং মারা গেছে ৩৫ লাখ ৭৫ হাজার ৬৬০ জন।বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৪৮৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৯২ জন।বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯০ হাজার ৬৬৯ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন এবং মারা গেছে ছয় লাখ ১০ হাজার ৪৩৬ জন।বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৩ লাখ ছয় হাজার ৮৮৩ জন এবং মারা গেছে তিন লাখ ৩৫ হাজার ১১১৪ জন।ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন এবং মারা গেছে চার লাখ ৬৫ হাজার ৩১২ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com