সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০১ বার পঠিত

১৯১২ সালে যখন ইংল্যান্ডে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড হেলথের ৩ নম্বর ভিলায় তিনি বেশ কয়েক মাস থেকে ছিলেন। ওই বাড়ির খুব কাছেই থাকতেন ব্রিটিশ শিল্পী ও লেখক স্যার উইলিয়াম রটেনস্টাইন। তিনি ওই ভিলায় প্রায়ই কবির সঙ্গে গল্প করতে আসতেন। তাঁদের সেই আড্ডাতেই নাকি উঠে এসেছিল গীতাঞ্জলির কথা। গীতাঞ্জলির কবিতা শুনে মুগ্ধ হয়ে ছিলেন রটেনস্টাইন। সেই বাড়িটি এবার বিক্রি হতে যাচ্ছে। এর আগেও বাড়ি বিক্রির কথা উঠেছিল, ২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়ে ওই বাড়িটি সরকারিভাবে কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু তখন তা সম্ভব হয়নি। কারণ বাড়িটি ‘হেরিটেজ’ হিসেবেই ঘোষিত ছিল। ব্রিটিশ সরকার ফলক বসিয়ে ইতিহাসকে ধরে রেখেছিলেন। ওই হেরিটেজ ট্রাস্টের রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে। ফলে এখন রবি ঠাকুরের বাড়িটি ব্যক্তিগত সম্পত্তি হতে চলেছে। যুক্তরাজ্যের গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ডের তত্ত¡বধানে শুরু হয়েছে ঐতিহাসিক বাড়ি বিক্রির কাজ। বাড়ির মূল্য নির্ধারিত হয়েছে ২৭ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩১ কোটি টাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com