রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

২০০ কেজি সোনা দিয়ে তৈরী হলো কোরআন শরীফ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৮ বার পঠিত

২০০ কেজি সোনা দিয়ে তৈরী হলো কোরআন শরীফ
ডেক্স রিপোর্ট।- পাকিস্তানি শিল্পী শহিদ রাসাম ও চারশ’ শিক্ষার্থীর একটি দল ২০০ কেজি স্বর্ণ দিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ কোরআন’ তৈরির দাবি করেছে।এই কাজে স্বর্ণের সাথে দুই হাজার কেজি অ্যালুমিনিয়ামও ব্যবহার করা হয়েছে।
এর মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো অ্যালুমিনিয়াম ও স্বর্ণের প্রলেপ দিয়ে ক্যানভাসে কোরআনের সর্ববৃহৎ কপি খোদাই করা হয়েছে। প্রাকৃতিক মূল্যবান পাথর ও অ্যালুমিনিয়ামে স্বর্ণের প্রলেপ দেয়া পবিত্র কোরআনের কপিটি আগামী এক হাজার বছর স্থায়ী হবে বলে জানা গেছে। সুত্র গণমাধ্যম খালিজ টাইমস
শিল্পী রাসাম ও তার টিম জানিয়েছে, আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া এক্সপো ২০২০ দুবাই প্রদর্শনীতে থাকছে এই পবিত্র কোরআন। ফ্রেম ছাড়া এই কপিটির দৈর্ঘ্য ৮.৫ ফুট এবং প্রস্থ ৬.৫ ফুট। এর মধ্যে ৮০ হাজার শব্দ ব্যবহৃত হয়েছে। প্রতি পৃষ্ঠায় ১৫০ শব্দ থাকবে। আর মোট ৫৫০ পৃষ্ঠা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com