রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী – বাইডেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৮৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট।-বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দেওয়া বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,স্বৈরশাসকদের যখন কোন মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে।’মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন , ‘ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। রুশ নেতাকে এজন্য দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে। রাশিয়ার ‘পূর্বপরিকল্পিত এবং অপ্রস্তুত’ আক্রমণের নিন্দা করে তিনি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো ‘স্বাধীনতাপ্রেমী দেশগুলোর’ জোটকে সমর্থন করেন। তিনি বলেন, ‘পুতিন ভুল করেছেন। আমরা প্রস্তুত ছিলাম। ’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুশদের বিলাসবহুল প্রমোদতরী ( ইয়ট), বিমান এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী বাজেয়াপ্ত করার জন্য ইউরোপীয় মিত্রদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেছেন, ‘এই হিংসাত্মক শাসন থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নেওয়া ধনকুবের ও অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তারাই পুতিনের শাসনব্যবস্থা টিকিয়ে রেখেছে। ’ বাইডেন বলেন, ‘আমরা আপনাদের অসৎ উপায়ে অর্জিত সম্পদের বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি। ’ যুক্তরাষ্ট্র এবং ইইউ ইতিমধ্যে নিষেধাজ্ঞার আওতায় আনা রুশ প্রভাবশালী ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com