শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা 

কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসের বই প্রসঙ্গ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬২ বার পঠিত

ইউসুফ আলী।- পাঠকদের অনেকেই তাঁর সৃষ্ট চরিত্রকে যত না চেনেন, স্বয়ং লেখককে ততটা চেনেন না!
দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শ্রেণির ছাত্র ছাত্রীরা এক নামে তাঁকে চেনে জনপ্রিয় শিক্ষক হিসেবে অথচ তাঁর লেখা বইগুলি যে ব্যাপক জনপ্রিয় সে খোঁজ তাদের জানা নেই। দিনাজপুরের শিল্পী সাহিত্যিকদের আড্ডায় তাঁকে কখনো দেখা যায় না অথচ প্রতি বছর তাঁর লেখা বই দেশের নামীদামী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে।সেসব বইয়ের কাটতিও অনেক। কোন কোন বই চতুর্থ বা পঞ্চম মুদ্রণ পর্যন্ত প্রকাশিত হচ্ছে!দেশের অনলাইন বুকশপগুলোতে তাঁর বইয়ের বিক্রি সন্তোষজনক। দিনাজপুরের যে কোন বইমেলাতে তাকে ঘিরে পাঠকদের ব্যাপক উচ্ছ¡াস দেখা যায়।সেখানে চলে অটোগ্রাফ ও ফটোগ্রাফ গ্রহণের উৎসব।কিশোর বয়সী পাঠকদের কাছে তিনি রীতিমতো একটা ক্রেজে পরিণত হয়েছেন। ছাত্র ছাত্রীদের বইমুখী করার জন্য তিনি প্রতিবছর দুহাতে বই লিখছেন। কিশোর বয়সী পাঠক সেসব বই লুফে নিচ্ছেন। স¤প্রতি পহেলা ফেব্রুয়ারিতে তাঁর লেখা একটি রহস্য রোমাঞ্চ গল্প সংকলন প্রকাশিত হলে পাঠক পাঠিকারা অটোগ্রাফের জন্য বই হাতে তাঁর বালুবাড়িস্থ বাসভবনে পর্যন্ত ভিড় জমায়! তিনি কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস। দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। “মোখলেস ভাই” তাঁর সৃষ্ট মজার চরিত্র। দেশের অনেক পাঠক মোখলেস ভাই-কে চিনলেও লেখককে চেনে না! দেশের বিখ্যাত অবসর প্রকাশনা সংস্থা থেকে মোখলেস উপাখ্যান সিরিজের বইগুলি প্রতিবছর প্রকাশিত হয়। এবছর মোখলেস ভাই উপাখ্যান সিরিজের নবম বই “গপ্পোবাজ মোখলেস ভাই” প্রকাশিত হয়েছে। কিন্তু কে এই মোখলেস ভাই?কেন চরিত্রটির এত জনপ্রিয়তা? আদু ভাই হলেও মোখলেস ভাই মেসের সবার কাছেই খুব প্রিয়।সিনিয়র হয়েও তিনি সবার কাছে বন্ধুর মত। মোখলেস ভাই মানুষের উপকার করতে ভালোবাসেন। ভালোবাসেন বুদ্ধি দিতে। তার বুদ্ধিতে চলতে গিয়ে হাস্যকর সব ঘটনার উদ্ভব হয়। তার রুমমেট হলো খসরু। মোখলেস ভাইয়ের সার্বক্ষণিক সঙ্গী। ক্লাসমেট নিতুর প্রেমে হাবুডুবু খাচ্ছে তো খাচ্ছেই। কোনো কূলকিনারা করতে পারছেনা তার সমস্যাটার। আর আছে নিতু। তার প্রতি খসরুর ভালোলাগাটা সে উপভোগ করে। প্রশয় দেয় না। বরং খসরুকে নাকে দড়ি দিয়ে ঘোরানোতেই তার বেশি আনন্দ। ইমন। মোখলেস ভাইয়ের সাথে যার অলিখিত দ্বন্দ্ব লেগেই আছে। বিশ্বপ্রেমিক ইমন নিজেকে সবচেয়ে চালাক ভাবে।বিপত্তি ঘটে এখানেই। এদের ঘিরে রয়েছে আরো কিছু মজার চরিত্র সুদেব, রোহিত, কাউসার সহ আরো অনেকে। সবাই মিলে আপনাকে নিয়ে যাবে অনাবিল হাসির এক নতুন বর্ণিল জগতে। এবইটি ছাড়াও এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে রহস্য রোমাঞ্চ গল্প সংকলন “মর্গান হাউস রহস্য”। এটি প্রকাশিত হয়েছে দেশের আরেক বিখ্যাত প্রতিষ্ঠান সময় প্রকাশন থেকে। বছর কয়েক আগে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত পেরিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন লেখক। সেখান থেকেই গিয়েছিলেন কালিম্পং এ। উঠেছিলেন ভৌতিক রহস্যময় মর্গান হাউসে। সপরিবারে। সেখানে এখনো রহস্যময় অনেক ঘটনা ঘটে। নির্জন করিডোরে রাতে কেউ হেঁটে বেড়ায়। বাথরুম থেকে ভেসে আসে পানি পড়ার শব্দ। অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় পাশ দিয়ে কে যেন দৌঁড়ে চলে যায়। মিসেস মর্গানের আত্মা এখনো না কি গোটা প্যালেসে ঘুরে বেড়ায়! লেখক বিশ্বজিৎ দাস একজন শিক্ষক-পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক। এসব ঘটনা শুনে প্রথমে বিশ্বাস করেননি। সাহস করে উঠেছিলেন মর্গান হাউসে। মুখোমুখি হয়েছিলেন রহস্যময় কিছু ঘটনার। সেই কাহিনি ছাড়াও আরও কিছু রহস্য রোমাঞ্চ গল্পগুলির সংকলন “মর্গান হাউস রহস্য” মূল্য ৩০০ টাকা এপর্যন্ত কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস-এর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৯ তাঁর লেখা অন্যান্য বইগুলি হলো- বিশ্বজিৎ দাস এর প্রকাশিত বইসমূহ ১। সময় (গল্পগ্রন্থ) ২০১১ ২। মোখলেস ভাই উপাখ্যান (রম্য)২০১২ ৩। মোখলেস ভাই উপাখ্যান২ (রম্য)২০১৩ ৪। মোখলেস ভাই উপাখ্যান ৩ (রম্য)২০১৪ ৫। ধরাশায়ী মোখলেস ভাই(রম্য)২০১৫ ৬। পালাও মোখলেস (রম্য)২০১৬ ৭। আনলাকি মোখলেস ভাই(রম্য) ৮। গ্যাড়াকল(রম্য)২০১৫ ৯। আনলিমিটেড হাসি (রম্য)২০১৪ ১০। ভেজাল হাসি(রম্য)২০১৬ ১১। রবু নামের রোবটটি(সাই ফাই)২০১২ ১২। বিজ্ঞানী নাবিল আহমেদের আজব যত কাÐ (সাই ফাই)২০১৭ ১৩। ভুতুড়ে ট্রেন (ভূতের গল্প)২০১৮ ১৪। এবং মোখলেস (রম্য)২০১৭ ১৫। বাক্সভরা হাসির গল্প (রম্য)২০১৯ ১৬। ১০০% হাসি(যৌথ)২০১৩ ১৭। তুরাশ(সাই ফাই)২০১৯ ১৮। এক গুচ্ছ হাসির গল্প (রম্য) ১৯। মাসুদ রানা যখন গোল আলু ২০১৯ ২০। বাঘ বিড়াল(সাই ফাই)২০২০ ২১। শার্লক হোমসের বিয়ে (রম্য)২০১২ ২২। ভালোবাসার গল্প (গল্প গ্রন্থ) ২০১৩ ২৩.ফিরে এলো মোখলেস ভাই (রম্য সিরিজ)২০২১ ২৪। রুম্পা জিনিয়াস (কিশোর উপন্যাস)২০২১ ২৫.হাসির গল্পসমগ্র(রম্য)২০২১ ২৬। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র(যৌথভাবে রচিত)২০১৭ ২৭। গুলটুস (সায়েন্স ফিকশন) ২০২২ ইতোমধ্যে কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস-এর এবছর বইমেলায় প্রকাশিত “মর্গান হাউস রহস্য ” এবং “গপ্পোবাজ মোখলেস ভাই” বই দুটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com