শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট সমাচার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুরের হোটেল কনকর্ডকে টাইব্রেকারে ৪-৫ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ঠাকুরগাঁওয়ের এসআরএফসি। আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

১৬ অক্টোবর সোমবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বালুবাড়ি একাদশ আয়োজিত ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় দিনাজপুরের হোটেল কনকর্ড ও ঠাকুরগাঁওয়ের এসআরএফসি।

খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ঠাকুরগাঁওয়ের এসআরএফসি ৫-৪ গোলের ব্যবধানে দিনাজপুরের হোটেল কনকর্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলাশেষে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী ঠাকুরগাঁওয়ের এসআরএফসির গোলরক্ষক আল মামুন। তার হাতে সন্মাননা ক্রেস্টসহ প্রাইজমানি তুলে দেন সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোছাদ্দেক হুসেন, সদস্য সচিব সৈয়দ সপু আহমেদ, সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন সৌরভ, সদস্য ফয়সল হাবিব সুমনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বালুবাড়ি একাদশের কর্মকর্তা ও হাজারো দর্শক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ফাইনালে দুইটি শক্তিশালী দল মাঠে নামবে। দল দুটি হলো- ঠাকুরগাঁও এসআরএফসি ও রাজশাহী কিশোর ফুটবল একাডেমী। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

প্রসঙ্গত, প্রয়াত আনোয়ারুল ইসলাম ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও একজন সমাজকর্মী। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁরই নামানুসারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায়, বালুবাড়ি একাদশের আয়োজনে ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর শনিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com