বজ্রকথা প্রতিবেদক।– আবুধাবীতে অনুষ্ঠেয় ৮ম এশিয়ান জুজুৎসু ও প্রথম এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগীতায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয়া প্রতিযোগীরা সোনা ও ব্রঞ্জ জিতে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।
জানা গেছে ৩০ এপ্রিল /২৪ থেকে ৯ মে/২৪ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগীতায় সোনা জিতেছেন বাংলাদেশের সোনার ছেলে আরাফ ইশরাক ও সিং কিউ ইউ রাখাইন। তারা অনুদ্ধ ২১ ইভেন্টে সোনা জিতে দেশের জন্য সম্মান বয়ে আনেন।
অপর দিকে এই প্রতিযোগীতার বাংলাদেশের জুনিয়র দলের তনয় সরকার ও লিখন সরকার তামা জিতেছেন ।
Leave a Reply