নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রংপুর বিভাগীয় শাখার আয়োজনে রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (১৮ই মে) শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান কোয়েলের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ হামিদুল হক খন্দকার। সম্মেলন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রংপুর বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক ডা: মোঃ মামুনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তর রংপুরের বিভাগীয় পরিচালক ডাঃ এ বি এম আবু হানিফ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম। সম্মেলনটির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মঈনুল আহসান, সিনিয়র সহ সভাপতি ডাঃ এ বি এম হারুন, কেষাধক্ষ ডাঃ খন্দকার রাহাত হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, নির্বাহী সদস্য লুৎফুল আযম রানা সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা, ৮ জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ।
Leave a Reply