বজ্রকথা প্রতিনিধি ইউসুফ আলী ।- “সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘদিন বাঁচুন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৪ উপলক্ষে ১৭ মে- শুক্রবার সকাল ৮টায় হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দ্বিতীয় পর্বে হাসপাতালের হলরুমে আলোচনা সভা ও সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সাইন্টিফিক সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ (সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি) ডাঃ মোঃ মেসবাহ্উল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, লিয়াজো অফিসার গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আশরাফুজ্জামান লিটন, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতালের ব্যবস্থাপক এএসএম আক্তার শামীম ও এসিআই লিমিটেড এর দিনাজপুর প্রতিনিধি।
Leave a Reply