পীরগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি।– ৩০ মে/২৪খ্রি: বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলার ১টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডেলিভারি রুমে আনুষ্ঠানিক ভাবে মেডিকেল সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেন, প্রধান অতিথি রংপুরের পীরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পীরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি কমিউনিটি ক্লিনিক, শানেরহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র, ভেন্ডাবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্র, খেজমতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, টুকনিপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র ও জাফরপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডেলিভারি রুমের জন্য মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করা হয়।
ওই প্রতিষ্ঠান গুলোতে ২৬ প্রকার অতিজরুরী মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হয়; এর মধ্যে রয়েছে, অক্সিজেন সিলিন্ডার, বেবি মেনেজমেন্ট টেবিল,আলমিরা, এক্সিবিসন লাইট, বেবি ওয়েব মেশিন, বেড সাইট স্টেন্ড, সেলাইন স্টেন্ড,বেড সাইড লোকার, সাকার মেশিন, স্টেস কাটিং সিজার, প্লেন সিজার, নিডল হোল্ডার ইত্যাদি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডাঃ মীর হোসেন, শবনম ইসলাম উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, পীরগঞ্জ, রংপুর। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলাম রিমন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মিশিউর রহমান প্রমুখ।
এই প্রকাল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা পরিষদ পীরগঞ্জ রংপুর।এই সরঞ্জাম সরবরাহে অর্থায়ন করেছে, জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগীতর প্রতীক হিসেবে জাপানিজ ODA লোন।
Leave a Reply