বুধবার, ১৪ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরুর বিতরণ   পার্বতীপুরে কালব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত একটি কবিতার বই “বিধ্বস্ত সখিনা” পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণের একদিন পরেই শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

১০ অগস্ট শনিবার   প্রধানউপদেষ্টা  প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস   রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের গ্রামের বাড়ি বাবনপুরে আসেন।

  এদিন  সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা দিয়ে আনুমানিক সকাল ১০টা৩০ মিনিটে    বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের পীরগঞ্জে অবতরণ করেন। সেখান থেকে পীরগঞ্জের বাবনপুরে শহীদ সাঈদের বাড়িতে যান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন অন্তর্র্বতীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ আরও অনেকে। পীরগঞ্জে এসে তাঁরা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় শহীদ সাঈদের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে ০৮টি দাবী পেশ পেশ করা হয়।

দাবীগুলোর মধ্যে অন্যতম হলো আবু সাঈদসহ সকল শহীদের হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে  নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা, শহীদ আবু সাঈদ স্মরণে পীরগঞ্জে একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবলিক গ্রন্থাগার, স্মৃতি সংরক্ষণাগার, একটি মসজিদ, এতিমখানা নির্মাণ, আবু সাঈদের নামে তাঁর নিজস্ব এলাকায় বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় শহীদি মর্যাদায় ঘোষিত করা এবং অষ্টম বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দেয়া। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি মাধ্যমিক শ্রেণির পাঠ্য বইতে অর্ন্তভুক্ত করা। তরুণদের জন্য একটি স্টেডিয়াম, জাফরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে আবু সাঈদের সমাধি স্থল সংলগ্ন রাস্তাটি জাফরপাড়া মাদ্রাসা পর্যন্ত প্রশস্তকরণ।

 এদিন পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

  উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই /২৪খ্রি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com