বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ-ড. মাহমুদুর রহমান
রিপোটারের নাম
আপডেট সময় :
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
১৩৮
বার পঠিত
বজ্রকথা ডেক্স।- ২৭ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন ।২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এদিন বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এ সংবর্ধনার আয়োজন করে।
এদিন অবতরণের পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদুর রহমান শেখ হাসিনাকে উৎখাত করা সব বিপ্লবী শহীদের কথা স্মরণ করে বলেছেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সব শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের কখনো ভুলব না।
মাহমুদুর রহমান আরো বলেন, এই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে।
যার ফলে ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।তার নামে আরো অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন, আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা।দুটি দিন মায়ের সঙ্গে থাকতে চাই। রোববার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে, আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না।আমি আইনিভাবে সব কিছুর মোকাবেলা করব।
Leave a Reply