মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

প্রাইম ব্যাংকের অগ্রযাত্রার ৩০ বছর

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পঠিত

ঢাকা, এপ্রিল ১৯, ২০২৫: বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছে প্রাইম ব্যাংক।

গত কয়েক দশক ধরে- টেকসই, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং গ্রাহক কেন্দ্রীক উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়ে প্রাইম ব্যাংক একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা থেকে শুরু করে সবুজ অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক সেবায় অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি প্রাইম ব্যাংক দেশ, দেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে আসছে।

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময়ই একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে। আমরা আমাদের অর্জন উদযাপন করছি এবং নতুন উদ্দীপনা নিয়ে গ্রাহকদের উন্নত সেবা, একসাথে পথ চলার অঙ্গীকার এবং স্থায়ী প্রভাব রাখার প্রত্যয়ে ভবিষ্যতকে আলিঙ্গন করতে প্রস্তুত।‘

প্রাইম ব্যাংক পিএলসি. ১৯৯৫ সালে প্রতিষ্টিত হয়। আগামী উজ্জল ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাচ্ছে প্রাইম ব্যাংক। বর্তমানে ১১ লাখ গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদান করে আসছে ব্যাংকটি। সেবাগুলোর মধ্যে রয়েছে কনজ্যুমার, কর্পোরেট, এসএমই ও ইসলামিক ব্যাংক। শহর ও প্রত্যন্ত এলাকায় সেবা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাংকের রয়েছে ১৪৭টিরও বেশি শাখা, ১৫৮টি এটিএম বুথ এবং ১৫২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com