সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

“মুছে যাওয়া জলছবি” বই পরিচিতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

“মুছে যাওয়া জলছবি” বই পরিচিতি
লেখক- সুলতান আহমেদ সোনা

“মুছে যাওয়া জলছবি” একটি বই এর নাম। ‘মুছে যাওয়া জলছবি’ গল্পের বই নয়। কাব্যগ্রন্থ! ভাষার মাস ফেব্রুয়ারী ২০২৫-এ প্রকাশিত হয়েছে বইটি।
কাব্যগ্রন্থ ‘মুছে যাওয়া জলছবি’ এর লেখক দেশের বিশিষ্ঠ কবি দিলরুবা শাহাদৎ। বইটিতে তাঁর দারুন, দারুন ৪০টি কবিতা রয়েছে। প্রত্যেকটি কবিতাই সুন্দর। বইটির প্রথম কবিতা “উদ্ভিদ ”। এই কবিতায় কবি লিখেছেন-

নিজেকে উদ্ভিদ ভাবি মাঝে মাঝে
তখন লজ্জিত হই!
ফুলহীন এ আমি কেমন ক্যাকটাস!

সবুজ বাতাস যেন হু হু সমুদ্রের দীর্ঘশ্বাস!
ছুঁয়ে যায় ক্যাকটাস সত্তাকে।

সেই দীর্ঘশ্বাসে আমার সবুজ পুড়ে যায়।

মানবতার ডালপালা হবে উদ্ভিদের;
ফুল হবে, ফল হবে মানবিক ভালোবাসা এই স্বাভাবিক-
মানবতাহীন, প্রেম-প্রীতিহীন এ কোন জীবন ?

আমি খুব লজ্জিত হে প্রভু! তোমার সৃষ্টির
মহিমা আমাকে দাও;
পূর্ণ করো প্রেমে মমতায়- মানবিকতায়।
আমাকে উদ্ভিদ থেকে বৃক্ষের পূর্ণতা দাও। ফলুক ফুল ও ফল।

এই বই এর প্রত্যেকটি কবিতাই অন্তরকে স্পর্শ করে। সুখপাঠ্য সব কবিতা যেমন- ‘ স্বপ্নগুলো গাঙচিল’ কবিতায় কবি লিখেছেন-
নীল আসমান ছুঁয়ে আমার স্বপ্নগুলো
ঘুরে ফিরে আছড়ে পড়ে সমুদ্রের ঢেউয়ে
হেমন্ত এলেই নতুন সময়, আমন ধানের ঘ্রাণ
আর কাশফুল- ভালোবাসা উছলে উঠে।

এছাড়ও ‘ফলের বুকে কীটের উল্লাস’ অথবা ‘জ্যোৎস্নার  প্লাবনে শুধু শুন্যতা’ কবিতা দুটি পড়ে মুগ্ধ হয়েছি। এই বইয়ে কবি, প্রেম ,প্রকৃতি, শৈশব, জীবন- সংসার, জীবন-কৃষি, জীবন-মৃত্যু ও সন্তানকে নিয়ে যেমন লিখেছেন; তেমনি, সামাজিক বৈষম্য, একাত্তর, স্রষ্টার মহাকৃতিকেও তাঁর কবিতায় সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কবি সুন্দর আগামীর প্রত্যাশা ও স্বপ্ন নিয়েও লিখেছেন।

কবিদের বয়স বাড়ে না। কবিরা মনের দিক থেকে কখনো বৃদ্ধ হন না। যদিও সময়- ক্ষণ চিরদিন এক থাকে না, তার পরেও কবি তাঁর ভাবুক মনকে বয়সের একটি জায়গায় স্থির রেখেছেন।
কবি অনেক দেশ ভ্রমন করেছেন।পৃথিবী থেকে যেমন আসমান দেখেছেন তেমনি আকাশ থেকে পাখির চোখে পৃথিবী নামক গ্রহ দেখার সুযোগ পেয়েছেন।সেই কারণে কবির পক্ষে “ চাঁদের শয্যায় আমি” কবিতাটি লেখা সম্ভব হয়েছে। তিনি এই কবিতায় লিখেছেন-

এক আশ্চার্য তামাটে সময়ের মধ্যে ডুবে আছি আমি
কবিতা দেয় না ধরা কিছুতেই আর !
সেই যে জ্যোৎস্না ভেজা রাত কবে এসেছিল!

মার্কিন মুলুকে ঘুরতে গিয়ে হঠাৎ দেখলাম
আমার আগেই এসে আমার শয্যায় চাঁদ!
ঘুমিয়ে পড়েছিলাম চাঁদের সঙ্গেই।

কবিতার সঙ্গে সেই দেখার স্মৃতি এখন
ঘুমোতে দেয়না আর।
নিঃসঙ্গ বুকের ভিতর মেঘবৃষ্টি-বিদ্যুতের সোনালী আগুন
দেয় না ঘুমোতে।

সমুদ্রের তরঙ্গধ্বনি আমাকে নিয়ে যায়
সুদূর আটলান্তিক মহাসাগরের তীরে-
স্বপ্নময় পৃথিবী ঘুরে আসি পাখির ডানায়।

এখানে বলে রাখি, কবি দিলরুবা শাহাদৎ একজন গুণী মানুষ,গুণী লেখক,স্বনামধন্য কবি। লেখক হিসেবে তিনি দেশ ও দেশের বাইরে ব্যাপক ভাবে পরিচিত। তিনি অঞ্জলিকা সাহিত্য পত্রের সম্পাদকও বটে। তার অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি দেশ ও দেশের বাইরে অনেক সম্মাননা পেয়েছেন। ভ্রমন করেছেন অনেকগুলো দেশ। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। কবি লেখকদের পৃষ্টপোষক তিনি । কবি দিলরুবা শাহাদৎ একজন সমাজ সেবক, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।

প্রিয় কবিতা প্রেমি পাঠক বন্ধুরা, বইটির প্রকাশক জামাল উদ্দিন আহমেদ, ৩৮/৩ বাংলা বাজার, দোতালা, ঢাকা-১০০০। এখান থেকে আপনারা বইটি সংগহ করে পড়তে পারেন। প্রিয়জনকে উপহার দেবার মত একটি কবিতার বই এই “ মুছে যাওয়া জলছবি।

সল্প পরিসরে আমরা বইটি সম্পর্কে আপনাদের ধারণা দেয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বাকী কবিতাগুলো পড়ে নেবেন বই থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com