আষাঢ়ের ঢল
নার্গিস আক্তার
বৃষ্টি আসে মিষ্টি করে
আষাঢ় মাসের ঢলে,
নদী নালা খাল বিল ডোবা
ভরে বর্ষার জলে।
বর্ষার জল করে টলমল
শাপলা ফুটে ঝিলে,
মাছেরা সব সাঁতার কাটে
ছো মারে চিলে।
পদ্ম পাতায় কুনো ব্যাঙ
ঘুমে কাটায় ভিজে ,
পাতায় পাতার লাফায় বেড়ায়
খেলা করে নিজে।
বৃষ্টি ভেজা পাখির ছানা
কিচিরমিচির ডাকে,
মা পাখিটা উড়ে এসে
টেনে নেয় বুকে।
Leave a Reply