সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে আমনের লক্ষ্যমাত্রা সাড়ে ১১ হাজার হেক্টর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট।-দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি আমন মৌসুমে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫শ’ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উন্নত জাতের বীজ, পর্যাপ্ত সার এবং কীটনাশকের সহজলভ্যতা আমন উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। ধান রোপণের কাজ ইতোমধ্যেই শেষের পথে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, তাহলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। এদিকে কৃষকরা জানান, ধানের ন্যায্যমূল্য ও উৎপাদন খরচের তুলনায় লাভ নিশ্চিত করা গেলে চাষিরা আরও আগ্রহী হবেন। উপজেলার পলোগাড়ী গ্রামের কৃষক আব্দুল বলেন, এবার পানি ও আবহাওয়া ভালো ছিল, এখন শুধু ভালো ফলনের অপেক্ষা। বিষয়টি নিয়ে উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান, চাষিদের মাঝে উচ্চফলনশীল জাত যেমন ব্রি-৫১,৫২, ৭৫, ৩৪ ও ১০৩ এবং বিনা-১৭ও ২০ ধান অধিক ফলনশীল হওয়ায় মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষকদের। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং বীজ, সার ও কীটনাশক সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও জানান। তিনি আরও বলেন, কৃষকদের উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধী জাতের ধান চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে সতর্ক প্রতিবোধে সতর্ক আছি। কৃষি বিভাগ মাঠে সক্রিয়ভাবে কাজ করছে এবং কৃষকদের পাশে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com