সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

পীরগঞ্জে সাংবাদিক মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত
পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি ।-রংপুরের পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখা ও পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে হাবিবুর রহমান পল্টন গং কর্তৃক পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বায়ান্নর আলো’র পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামকে মারপিট এবং জোর পূর্বক প্রেসক্লাবে অনধিকার প্রবেশের প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
  ১৭ সেপ্টেম্বর/২৫খ্রি: বুধবার  বিকালে পীরগঞ্জ ক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ মোঃ সাদা মিয়ার সভাপতিত্বে সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক সুলতান আহম্মেদ সোনা, সাংবাদিক মাজহারুল আলম মিলন, আব্দুল হাকিম সরকার, হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রহমান, আব্দুল করিম সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, নির্যাতিত সাংবাদিক মিফত্হাুল ইসলাম, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা পীরগঞ্জ প্রেসক্লাবে অনধিকার প্রবেশ ও সাংবাদিক মিফত্হাুলকে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। প্রায় ২ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,  গত ১৬ সেপ্টেম্বর/২৫খ্রি: মঙ্গলবার বিকেলে বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামকে দলবদ্ধভাবে মারপিট করে তার কাছে রক্ষিত প্রেসক্লাবের চাবি কেড়ে নিয়ে তালা খুলে হলরুমে প্রবেশ করে সংবাদ সম্মেলনের চেস্টা করে বিএনপি মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান পল্টন।
মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন পৌরবাসির ব্যানারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কথা জানান হাবিবুর রহমান পল্টন। তিনি সংবাদ সন্মেলনের বিষয়টি সোমবার দিনভর মাইকে প্রচার করেন।
মাইকে প্রচার করা হয় সংবাদ সম্মেলনের স্থান পীরগঞ্জ প্রেসক্লাব। এতে প্রেসক্লাব কে বিতর্কিত করায় প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রেসক্লাব হলরুম ব্যবহারে আপত্তি জানান।
পরে সংবাদ সন্মেলনের আয়োজকরা   প্রেসক্লাবের পাশের খালি স্থানে সংবাদ সম্মেলন করার উদ্যোগ নেন! কিন্তু ১৫ সেপ্টেম্বর সোমবার ওই ফাঁকা স্থানে পৌরসভার পক্ষ থেকে ময়লার  স্তুপ গড়ে তোলায়     সন্মলনের আয়োজকরা ময়লা পরিবহনের গাড়ি দিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক বন্ধ করেদেন। দীর্ঘক্ষণ এ অবস্থা চলার পর দুপুর ২ টায় আকস্মিকভাবে প্রেসক্লাবেই সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়া হলে সাংবাদিকরা অপ্রস্তুত হয়ে পড়েন।
এ অবস্থায় দৈনিক বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবে উপস্থিত হলে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে প্রেসক্লাব খোলা হয়। এ সময় মব সৃষ্টি করে মিফতাহুলের উপর আক্রমন চালিয়ে বেদম মারধর করা হয়। প্রেসক্লাবের ভিতরে অবস্থান নিয়ে সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই আয়োজকরা সংবাদ সম্মেলন করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিতি হয়ে  পরিস্থিতি সামাল দেন।
এদিকে  হাবিবুর রহমান পল্টন নিজেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রেসক্লাবের আহবায়কসহ উপস্থিত সাংবাদিকদের হুমকি প্রদর্শন করেছেন বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com