তোমাকে মনে পড়ে
কাজী নাজরিন
তোমাকে মনে পড়ে
মন খারাপে কিংবা একাকী ক্ষণে,
ঝুম বৃষ্টির দিনে হঠাৎ এক পশলা স্নিগ্ধতা ছড়িয়ে বুকের বা পাঁজরে তীব্র ধাক্কায়,
পড়ন্ত বিকেলে চায়ের ধোঁয়া ওঠা কাপের সাথে ঠোঁট জোড়ার উষ্ণ আলিঙ্গনে আলিঙ্গনে।
শরতের জোড়া শালিকের উড়ন্ত পাখায়,
নিরিবিলি বসে থাকা পায়রা জোড়ার
স্নিগ্ধ চাহনি বারেবারে মনে করিয়ে দেয়।
অসীম আকাশে অন্তিম রহস্যের গন্ধ খুঁজে ফিরি
এক তোমাতেই!
আকাশ ভরা তারাদের ভীড়ে
তোমাকে মনে পড়ে!!
Leave a Reply