বোকা বানর ও বুদ্ধিমান কাক
-বিচিত্র কুমার
এক শীতল সবুজ জঙ্গলের কোণে থাকত বুলু নামের এক বোকা বানর। বুলু ছিল খুব দুষ্টু, আর কিছুতেই ভাবত না। সে সারাদিন গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াত, কখনো কখনো ফল খেতে গিয়ে ভুল করত, আবার অনেক সময় অন্যদের কথাও শুনত না। জঙ্গলের সবাই তাকে মজার ছেলেটা বলত, কিন্তু বুদ্ধিমান কেউ ভাবত সে একটু অসাবধান।
জঙ্গলের আরেক কোণে বাস করত কালু নামের এক বুদ্ধিমান কাক। কালুর চোখ ছিল তীক্ষ্ণ, আর সে সবসময় সচেতন থাকত। সে জানত কীভাবে বিপদ থেকে বাঁচতে হয়, কাকে বিশ্বাস করতে হয়, আর কখন সাবধান হতে হয়। তাই সব প্রাণী কালুর কথা মন দিয়ে শোনত, আর বিপদে তার কাছে সাহায্য চাইত।
একদিন সকালে বুলু আম গাছের নিচে বসে আম খাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল এক ঝলমলে, সোনা রঙের ফল। “বাহ, কী দুর্দান্ত ফল!” সে ভাবল। তার মনে হলো, এটা হয়ত স্বর্গ থেকে এসেছে। বুলু ভাবতে শুরু করল, “এই ফলটা ধরেই আমি সবার থেকে আলাদা হব!”
বুলু যতই ফলের দিকে এগোল, কালু গাছে বসে চিৎকার করে বলল, “বুলু! ওটা দেখিস না! ওটা ফাঁদ হতে পারে, সাবধান!” কিন্তু বুলু সেগুলো শোনার পাত্র ছিল না। সে বলল, “তুই সবসময় ভয় দেখাস, আমি জানি না কেন। আমি এই ফলটা ধরবই!”
সে ঝাঁপ দিল এবং ফল ধরতেই, হঠাৎ তার পা ফাঁদে আটকে গেল। বুলু চিৎকার করে উঠল, “ওই! আমাকে ছাড়াও! আমাকে ছাড়াও!” কিন্তু তার পায়ের আটকে যাওয়ার কারণে সে গাছের নিচে আটকা পড়ল।
কালু তখন দ্রুত গাছ থেকে উড়ে এসে বুলুর পাশে বসল। সে বলল, “বুলু, ওরকম করো, লেজটা ওই ডালে বেঁধে রাখো, আমি একটু কৌশল করব।” বুলু কালুর কথা মতো করল। কালু তার তীক্ষ্ণ চোখ দিয়ে ফাঁদটা খতিয়ে দেখল, তারপর একটা পাথর নিয়ে ফাঁদের যন্ত্রাংশে আঘাত দিল। ফাঁদটা একটু ঢিলে হয়ে গেল। পরে দুজনে মিলে চেষ্টা করে বুলুকে মুক্ত করল।
বুলু তখন কাঁদতে কাঁদতে বলল, “আমি বুঝতে পারলাম, আমি বোকামির শিকার হয়ে গিয়েছি। তুই না থাকলে আজ কী হত!” কালু হেসে বলল, “বুলু, বোকা হওয়াটা সমস্যা না, কিন্তু বারবার ভুল করাটা বিপদ। সবসময় নিজের মাথা দিয়ে ভাবো, এবং যাদের কথা বলো তাদের বুদ্ধি যাচাই করে নাও।”
বুলু মাথা নিচু করে বলল, “আমি আর এমন করব না। এবার থেকে আমি বুদ্ধি দিয়ে কাজ করব, আর তোর মতো বুদ্ধিমান বন্ধু থাকলে আমি অনেক কিছু শিখব।”
তারপর থেকে বুলু নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিল। সে আর কখনও অবিবেচক কাজ করল না। আর কালু ও বুলুর বন্ধুত্ব জঙ্গলে সবাইকে ভালো লাগত। সবাই জানত, সাহস দরকার, কিন্তু বুদ্ধি আর সতর্কতাও কম গুরুত্বপূর্ণ নয়।
সেই থেকে বুলু শিখল, “নিজের ভুল থেকে শিক্ষা নেয়া আর অন্যদের কথা মাথায় রাখা—এটাই জীবনের সবচেয়ে বড় পাঠ।”
এভাবেই বোকা বানর বুলু বুদ্ধি অর্জন করল, আর জঙ্গলের বুদ্ধিমান কাক কালুর সঙ্গে বন্ধু হয়ে সুখে থাকল।
Leave a Reply