সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে  শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।-  রংপুরের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন পূর্ণিমার আলোয় ভেসে ওঠা মিলনমেলার মতো। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তর্গত ৯৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে এবছর। উৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে  ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। তিনি পূজা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে পালনে নানা নির্দেশনা প্রদান করেন এবং সরকারি সহায়তার ঘোষণা করেন।
সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে শর্ত জুড়ে দেন ইউএনও—যেসব মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, কেবল তারাই সরকারি সহায়তা পাবে। পাশাপাশি প্রতিটি মন্দিরে সার্বক্ষণিক আলোকসজ্জা, মুসলমানদের নামাজের সময় মাইক ব্যবহার না করা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং পূজামণ্ডপ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‍্যাণ ফন্টের উপজেলা শাখার সভাপতি রনজিত কুমার
এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com