মজনু মিয়া
এত দুখেও কাঁদেনি যে বিদ্রোহী যার রুপ,
তার বুকেতেই ভালোবাসা ছিলো ছুপছুপ।
গানে গানে গেয়ে গেছেন লিখেছেন দেখি,
এক তিলও মিথ্যা না নাই কোনো মেকি।
দরিদ্রতার মাঝেই কবি বুক উঁচিয়ে রয়,
সাম্য গীতি ন্যায় নীতির কথা সদা কয়।
কলম তার হাতিয়ার অপরাধে জেল জুলুম হয়;
তবু অন্যায়ের কাছে মাথানত করবার সে নয়।
অনেক বার প্রেম সাগরের পাড়ে গিয়ে-
ফিরে এসেছে মুখ বন্ধ রেখে নাও নিয়ে,
জীবনের অলিগলি পার হয়ে শেষে,
চলে গেলেন নীরবে না ফেরার দেশে!
Leave a Reply