সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

বিরামপুর সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পঠিত
  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি  মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা এস ও সাইফুল ইসলাম এবং নৈশপ্রহরী মনছুর আলীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ হয়েছে।
উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বালুপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল দিনাজপুর জজকোর্টে স্মরণাপন্ন  হয়ে, এ্যাডভোকেট নিয়ামুল হক চৌধুরীর মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন করেন।
লিগ্যাল নোটিশ সুত্রে জানাযায়, মালেক মন্ডলের দাদা ছবেদ আলী মন্ডল ১৯৬৪ সালে ৫৮২৫ নং রেজিষ্ট্রীকৃত হেবাবিল এওয়াজ দলিল মুলে সি,এস/এস,এ-৭০২ নং দাগে ২ একর ১৭ শতাংশ জমি ছেলে আব্দুল ওয়াহেদ মন্ডলের নামে রেজিষ্ট্রেরি করে দখল প্রদান করেন। পরবর্তিতে বাংলাদেশ জরিপে আব্দুল ওয়াহেদ নামে ২ একর ৮৬ শতাংশ জমি ডি,পি ১২৫ নং খতিয়ান মুলে হয়। উক্ত ডি,পি-১২৫ নং খতিয়ান সি,এস/এস,এ ৭০২ দাগটি আর,এস- ৫৫৯ নং দাগে রুপান্তরিত হইয়া ২ একর ১৭ শতাংশ রেকর্ডভুক্ত হয়।
উল্লেখ্য, বর্তমান বিরামপুর থানার বিএস ফাইনাল রেকর্ড দিনাজপুর বালুয়াডাঙ্গা শহীদ মিনার মোড় অফিসে কর্মরত আছে, সেই সুবাদে আব্দুল মালেক মন্ডল তফসিল বরনিত সম্পত্তি আর,এস ফাইনাল রেকর্ড প্রস্তাত করতে গেলে, এস ও সাইফুল ইসলাম ও নৈশপ্রহরী মনছুর আলী, আমাকে বলে দলিল পত্র আমাকে দিয়ে যান, আপনার পিতার নামে আর,এস ফাইনাল রেকর্ড প্রস্তুত করিয়া দেওয়ার দায়িত্ব আমার, উক্ত কথা মত সরল মনে মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র দিয়ে দেই কিন্তু কয় দিন পরে আমি অনলাইন কপি বাহীর করিয়া দেখি সি,এস / এস,এ-৭০২ নং দাগ ও আর এস -৫৫৯ নং দাগে ২.১৭ শতাংশ জমি উল্লেখ নাই।
নৈশপ্রহরী মনছুর আলীর আলীর সাথে কথা বললে তিনি লিগ্যাল নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি তার জবাব দিয়েছি।
বিরামপুর সেটেলমেন্ট অফিসের এস ও সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে দিনাজপুর জেলা জোনাল অফিসার শাহিনুর ইসলাম জানান, এস ও সাইফুল ইসলাম ও নৈশপ্রহরী মনছুর আলীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ আমি পেয়েছি, তদন্ত করে দেখি সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com