সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

পীরগঞ্জের চতরায় যাতায়াতের রাস্তা বন্ধ!!! অতঃপর থানায়  অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের ভোকেশনাল ও মসজিদের রাস্তা বন্ধ করার ঘটনায়  পীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন চতরা  বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান।
‎অভিযোগ সুত্রে জানা যায় ২৬ সেপ্টেম্বর হইতে ১১ অক্টোবর কলেজ বন্ধ থাকায়   ছোট কুয়া গ্রামের মৃত শামছুল সরকারের ছেলে সৌরভ, বজলার রহমান সরকারের পুত্র আশরাফুল সরকারসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকারভাবে প্রবেশ করে  দলবদ্ধ হয়ে  চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের ক্যাম্পাস ও ক্যাম্পাসের মসজিদের যাতায়াতের রাস্তাটি কেটে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের অনুপযোগী করে। এদিকে ক্রয়কৃত জমিতে রাস্তা নির্মাণ করে কলেজ কর্তৃপক্ষ। বর্ণিত ব্যাক্তিরা নিজস্ব জমি দাবী করে জোরপূর্বকভাবে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান জানান ২০০৪ সালে ছোটকুয়া গ্রামের বজলার রহমান সরকারের নিকট হতে কলেজের নামে তফশীল বর্ণিত জমির দলিল নং ২৬৭০। তারিখ ১০-০৩-২০০৪ইং ক্রয় করে কলেজের ভবনসহ নির্মাণ করে কলেজের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে সৌরভ গংরা নিজেদের জমি দাবী করে উক্ত যাতায়াতের রাস্তাটি অবরুদ্ধ করে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী ভোগান্তিতে পড়ে।
অভিযুক্ত আশরাফুল সরকারের সাথে কথা হলে তিনি বলেন, বর্ণিত জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি, কলেজের জায়গাটিও আমরা বিক্রয় করেছি। বিক্রয়কৃত সম্পত্তির অংশ হিসেবে চলাচলের সুবিধার্থে পাশ্ববর্তী দাগের জমিটি বন্ধক হিসেবে নিয়ে অস্থায়ীভাবে রাস্তা নির্মাণ করে।  কলেজ কর্তৃপক্ষ যদি মাপজোক করে উক্ত রাস্তাটি পায় তাহলে আমরা স্বেচ্ছায় ছেড়ে দিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com