পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৮
: প্রতিষ্ঠান প্রধানরাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।–আমরা সবাই জানি সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষকতা। আবার শিক্ষকদের মধ্যে অতিগুরুত্বপূর্ণ শিক্ষক হচ্ছেন প্রধান শিক্ষক /অধ্যক্ষ। এ কথাও সত্য, প্রতিষ্ঠান প্রধানরাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ।
মহাসত্য হচ্ছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান যদি অসৎ হোন বা ফাঁকিবাজ হোন, যোগ্য না হোন, তাহলে সেই প্রতিষ্ঠান কোনভাবেই সেরা মানের সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে না বিবেচিত হবে না।
এখানেই শেষ নয়, শিক্ষকরা দায়বোধের আসন থেকে সরে গেলে, ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত যেমন হবেন, তেমনি দেশের অপূরনীয় ক্ষতি হবে। তাই অন্য সবার মত আমরাও মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নির্বাচনের পূর্বে বা নিয়োগদানের পূর্বে কর্তৃপক্ষ যেন প্রতিষ্ঠান প্রধান বছাইয়ের সময় উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করেন।
আমরা ঘুরে ফিরে লক্ষ্য করছি,এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষিত,যোগ্য,আচার আচরণে মার্জিত, দায়বদ্ধ প্রতিষ্ঠান প্রধান রয়েছেন কিন্তু সব প্রতিষ্ঠান নেই! ফলে সেই প্রতিষ্ঠান গুলোর অবস্থা ভালো নয়।
তাই বলছি, একজন প্রতিষ্ঠান প্রধান দায়িত্বশীল হলে সব শিক্ষকরাই দায়িত্বশীল হয়ে যান।শিক্ষকদের মধ্যে যদি চিন্তার ঐক্য থাকে, ভাবনার মিল থাকে সেই স্কুলে লেখা পড়া ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। শিক্ষকরা শিক্ষাদানের ক্ষেত্রে আন্তরিক হলে শিক্ষার্থীদের ভিত্তি সুগঠিত হয়। আর ফাঁকিবাজ হলে যা ঘটবার তাই ঘটবে।
প্রিয় পাঠক, সম্প্রতি গিয়ে ছিলাম উপজেলার চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে গিয়ে জেনেছি এই প্রতিষ্ঠানটি ১৯৩৫ সালে ব্রিটিশ যুগে প্রতিষ্ঠিত হয়েছে। কারা এর প্রতিষ্ঠাতা ? নথিপত্রে তার কোন তথ্য না থাকলেও ধরণা করা হয় সেই সময়কার বিদ্যানুরাগীরাই প্রতিষ্ঠা করেছিলেন এই পাঠশালা।
জমিদাতা হিসেবে প্রধান শিক্ষক দু’জনের নাম জানিয়েছেন, তারা হলেন ১। মোঃ মতিয়ার রহমান ২। মোকছেদুর রহমান। জমির পরিমান৫৭ শতক। বিদ্যালয়ের নম্বর -২৭।
এই পাঠশালায় গিয়ে মনে হয়েছে, প্রধান শিক্ষক মোঃ খালেদুজ্জামান নোমান একজন দায়বদ্ধ মানুষ।দেখেছি সহকারী শিক্ষকরাও অত্যন্ত দায়িত্বশীল।
ওইদিন উপস্থিত থেকে দেখেছি, শিক্ষকরা সময় মত কর্মস্থলে উপস্থিত হয়েছেন। তারা নিয়মিত মাঠ করান বলে জেনেছি। দেখেছি, সেখানে শিক্ষর্থীরা কোরআন পাঠ করে ,গীতা পড়ে।জাতীয় সঙ্গীত গায়।পিটি করে। তারপর শৃংখলার সাথে ক্লাসে গিয়ে,লেখা পড়ায় মনোনিবেশ করে। ক্লাসে গিয়ে দেখেছি, প্রতিটি ক্লাসে অনেক ছাত্র/ছাত্রী। কথা বলে যে টুকু বুঝেছি তারা বুদ্ধিমান।
এই প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী রয়েছে -২১৫ জন। শিশু শ্রেণিতে -২৮ জন, প্রথম শ্রেণিতে -২৯ জন, দ্বিতীয় শ্রেণিতে-৫৬ জন, তৃতীয় শ্রেণিতে -৪১জন, চতুর্থ শ্রেণিতে- ২৮ জন, পঞ্চম শ্রেণিতে- ৩৩ জন।
শিক্ষক পদ রয়েছে ৭টি, কর্মরত রয়েছেন ৬ জন। শিক্ষকরা হলেন-
১।প্রধান শিক্ষক মোঃ খালেদুজ্জামান নোমান –বি কম
২। সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান- বিএ
৩।সহকারী শিক্ষক বাবু অবনীশ চন্দ্র পাল-বিএসএস
৪।সহকারী শিক্ষক নাসরিন সুলতানা- বিএ
৫।সহকারী শিক্ষক সিমু খাতুন- বি এ
৬।সহকারী শিক্ষক ফৌজিয়া খাতুন – এম এ
প্রধান শিক্ষক খালেদুজ্জামান নোমান সাহেব জানিয়েছেন, তার স্কুলে নিয়মিত অনুষ্ঠানাদি হয়ে থাকে। মা – সমাবেশ করা হয়। এলাকার অভিভাবকরা বেশ সচেতন।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে তেমন কোন সমস্যা নেই । তবে মাঠটি সংস্কার করা হলে ভালো হতো। কারণ বর্ষাকালে মাঠ পানি জমে।
Leave a Reply