সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

রংপুর- ২ আসনের শ্যামপুরে বিএনপির  ৩১ দফা কর্মসূচি প্রচারে নারীদের নিয়ে উঠান বৈঠক 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পঠিত
 রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক ।-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আল ইমরান সুজন।
গতকাল সোমবার বিকেলে সেই কর্মসূচির অংশ হিসেবে তার জন্মস্থান রংপুর- ২ আসনের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্যামপুরে ৩১ দফা কর্মসূচি প্রচারে নারীদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি।
এসময় আল ইমরান সুজন বলেন,  বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই জ্যোষ্ঠ সন্তান ও বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এছাড়াও  তিনি ব্যক্তিগতভাবে
শ্যামপুর এলাকা সহ বদরগঞ্জ তারাগঞ্জের  শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান  ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার  অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রংপুর জেলা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ফজলের রাব্বী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী নেত্রী  মেরিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, খালেদা বেগম, স্থানীয়  মাহমুদনুন্নবী ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  শাহজাহান, বেলাল হোসেন, বদরগঞ্জ উপজেলা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মঙ্গা, স্বেচ্ছাসেবক দল নেতা রানা ইসলাম,সম্রাট  প্রমূখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন,  রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আল ইমরান সুজন ছাত্র রাজনীতির মাধ্যমে আজ জননেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি দু:সময়ে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন। ফ্যাসিবাদী  সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  রুহের মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে  রংপুর জেলা বিএনপির সদ্য  প্রয়াত সদস্য সচিব  আনিসুর রহমান লাকুর স্মৃতিচারণ ও দোয়া করা হয়। উক্ত নারী উঠান বৈঠকে বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যুবদল ছাত্রদল নেতাকর্মী সহ শ্যামপুর ও  গোপালপুের বিভিন্ন এলাকার  কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com