সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পঠিত

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫: রবি আজিয়াটা পিএলসি আবার এনেছে সুপার রবিবারে আইফোন জেতার আকর্ষণীয় অফার। গত বছরের
রবির আইফোন ১৬ অফারে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে এই বিশেষ
ক্যাম্পেইন। মাত্র ১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিততে পারেন নতুন আইফোন ১৭।
গত রবিবার, ১২ অক্টোবর গ্রাহকদের জন্য এই অফারটি দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের “সুপার রবিবার আইফোন ১৭”
ক্যাম্পেইন। গত রবিবার মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ থানার মো. রাকিব গাজী।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইন, যা রবি ব্যবহারকারীদের জন্য দিচ্ছে
এই বিশেষ সুযোগ। আগামী ১৯ অক্টোবর (রবিবার) ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা পেতে পারেন একদম নতুন
একটি আইফোন ১৭ জেতার সুযোগ।
এই অফারে অংশ নিতে আগামী ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ, এমএফএস (বিকাশ,
নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্টসহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ করতে হবে।
সুপার রবিবার হলো রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রবিবার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে গ্রাহকরা রবি থেকে
পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ।
২০২৪ সালের ১০ নভেম্বর সুপার রবিবার ক্যাম্পেইন শুরু করে রবি আজিয়াটা পিএলসি। সুপার রবিবার আইফোন ১৭ ক্যাম্পেইন
সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে িি.িৎড়নর.পড়স.নফ/বহ/ংঁঢ়বৎ-ংঁহফধু ওয়েবসাইট পেইজে।
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি
মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রæপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের
(১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি।
দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো
গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে
মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com