সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার স্বামী আটক 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর ) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আকলিমা বেগম (৬৫) নামে এক মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
১৮ অক্টোবর/২৫খ্রি: শনিবার ভোর রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত   আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, বর্ণিত গ্রামে স্বামী-স্ত্রী দুজনে পৃথক ঘরে রাত্রীযাপন করত। শনিবার ভোর রাতের দিকে স্বামী আব্দুল হাকিম প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাহিরে আসলে স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পায়। তিনি  ঘরের ভিতরে প্রবেশ করে গলা কাটা অবস্থায় স্ত্রীর নিথর দেহ খাটের উপরে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দু’ছেলে রাশেদুল ও শাহিন ছুটে আসেন। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের দু’ছেলে রাশেদুল ও শাহিন জানান, তারা রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা। ৮/১০ বছর আগে বড় মজিদপুরে পৃথক বাড়ি নির্মাণ করে বাবা-মা সেখানে বসবাস করেন। আমরা বাস্তুভিটা বড়ঘোলায় দু’ভাই বসবাস করি। ছোট বোন পারভিন আক্তার বৈবাহিক সুত্রে স্বামীর বাড়ি পীরগঞ্জ সদরের রামপুরায় থাকে। কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। বাবা-মা ছাড়া ওই বাড়ি[তে কেউ থাকে না।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, জিডি মুলে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করছি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com