সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

শিক্ষকদের জন্য বিশেষ ত্রাণসহায়তার দাবি জাসদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৬০২ বার পঠিত

ঢাকা: নন-এমপিওভুক্ত স্কুল ও ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদরাসার শিক্ষকদের বিশেষ ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকায় সেই সব স্কুল-কলেজ-মাদ্রাসার হাজার হাজার নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদ্রাসার হাজার হাজার শিক্ষক-কর্মচারী যে যৎসামান্য বেতন পেতো তা না পেয়ে সম্পূর্ণ আয়-উপার্জনহীন অবস্থায় পতিত হয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। চক্ষুলজ্জায় তারা ত্রাণের জন্য লাইনেও দাঁড়াতে পারছেন না।

তাই নেতৃদ্বয় শিক্ষক-কর্মচারীদের বিশেষ ত্রাণ সহায়তার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com