রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ঐতিহ্য হারাচ্ছে কাঁসা-পিতলের জিনিসপত্র

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬২৪ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্প হারিয়ে যাচ্ছে। পূর্বে কাঁসা-পিতল সামগ্রী গ্রামবাংলার ঘরে ঘরে নিত্য ব্যবহৃত সামগ্রী হিসেবে দেখা যেত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এসবের ব্যবহারে ভাটা পড়েছে। ঢাকা জেলার বৃহত্তম উপজেলা ধামরাই এলাকা কাঁসা-পিতলের জন্য বিখ্যাত ছিল এক সময় শুধু দেশের বাইরেও ছিল এর প্রচুর চাহিদা। এছাড়া বিদেশি পর্যটকরা কারুকাজ খচিত কাঁসা-পিতল নিয়ে পছন্দ করতেন। কিন্তু এ কাঁসা-পিতল শিল্পের ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও ব্যবসায়ীরা আজ অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। পৈতৃক পেশা ছেড়ে তারা বিভিন্ন পেশায় চলে যাচ্ছেন। তাদের অভিযোগ, সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। সরেজমিন কথা হয় ধামরাই মেটাল ক্রাপ্টসের স্বত্বাধিকারী সুকান্ত বণিকের সঙ্গে। দীর্ঘ বছর ধরে তার পূর্ব পুরুষ থেকে শুরু করে পঞ্চম বংশধর হিসেবে এ পেশার সঙ্গে তিনি জড়িত। তিনি বলেন, ধামরাই উপজেলা সদরেই লোটা, ঘটি, হাঁড়ি-পাতিল, থালা, গ্লাস, বদনা ও বিভিন্ন শোপিচ, দেবদেবী ও জীব জন্তুর প্রতিকৃতি জিনিসপত্র তৈরির জন্য প্রায় ৩০-৪০টি কারখানা ছিল। বর্তমানে এ কারখানা সংখ্যা ৪-৫টি মতো রয়েছে। প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হওয়ায় কাঁসা-পিতল ক্রয়ে বেশ ভাটা পড়েছে। তিনি বলেন, কাঁসা-পিতলের তৈরি জিনিসপত্র একবার ক্রয় করলে তা ২০-৩০ বছরের বেশি সময় ব্যবহার করা যায়। তিনি বলেন, সারাদিন কাজ করে এজজন শ্রমিক যা পেত, তার চেয়ে বাইরে কাজ করলে বেশি উপার্জন করতে পারে। দিনদিন শ্রমিকের সংখ্যাও কমে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, তামা-কাঁসা-পিতল ব্যবসায়ীরা যাতে সহজ কিস্তিতে ব্যাংক লোন পান, সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com